শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রবালের প্রাচীর পুনরুদ্ধার

প্রবালের প্রাচীর পুনরুদ্ধার

সমুদ্রের একটা বড় অংশ কোরাল বা প্রবালের তৈরি। শত শত মাইলজুড়ে এসব প্রাচীরের অনেকটাই ক্ষতিগ্রস্ত। বিজ্ঞানীরা এখন বলছেন, যেসব প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব পুনরুদ্ধারের একটি উপায় তারা অনেকটা খুঁজে পেয়েছেন। কোরাল উৎপাদনের এক সফল পরীক্ষার পর অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এই দাবি করছেন।

গবেষকরা বলছেন, প্রথমে তারা এসব কোরালের ডিম প্রতিপালন করেছেন। তারপর সেগুলোকে বড় করেছেন লার্ভার মধ্যে রেখে। তারপর সেগুলোকে গ্রেট ব্যারিয়ার রিফের একটি অংশে প্রতিস্থাপন করেছেন। তারপর বহু মাস পর সেখানে গিয়ে দেখেছেন সেসব প্রবাল তখনো বেশ ভালোভাবেই বেড়ে উঠছে। অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এই গবেষণাটি চালিয়েছেন। তারা বলছেন, এই একই প্রক্রিয়া ব্যবহার করে সমুদ্রের অন্যান্য স্থানেও ক্ষতিগ্রস্ত প্রবালের প্রাচীর মেরামত করা সম্ভব।

মানুষের বিভিন্ন কর্মকাণ্ড ও সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এসব প্রবাল মরে যাচ্ছে, কিংবা তাদের জীবন হুমকির মুখে গিয়ে পড়ছে। এর আগে পরিবেশবাদীরা ভিন্ন একটি উপায়ে এসব প্রবাল রক্ষার কথা বলে আসছিলেন। বিবিসি বাংলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর