শিরোনাম
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

উ. কোরিয়ায় হামলার ওজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র : ল্যাভরভ

উ. কোরিয়ায় হামলার ওজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র : ল্যাভরভ

উত্তর কোরিয়ায় হামলা করতে যুক্তরাষ্ট্র ওজুহাত খুঁজছে বলে সন্দেহ করছে রাশিয়া। এ লক্ষ্যে ‘অ্যাকশন’ নিতে দেশটি সচেতনভাবে উত্তর কোরিয়াকে প্ররোচিত করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল বেলারুশের রাজধানী মিনস্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেছেন। পিয়ংইয়ং বুধবার ‘হাসং ১৫’ নামে একটি দীর্ঘপাল্লার আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাপান উপকূলের অদূরে সমুদ্রে গিয়ে পড়ে। এটি পরমাণু বোমা বহন করে যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে পিয়ংইয়ংয়ের দাবি।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ রাষ্ট্রের তালিকাবদ্ধ করেছেন। সেই সঙ্গে দেশটি কোরীয় উপদ্বীপে সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে বেশ কয়েকটি মহড়া চালিয়েছে। ট্রাম্পের এসব কর্মকাণ্ডে উত্তর কোরিয়া চরম ক্ষিপ্ত হয়ে যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি দেয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মহলের সমালোচনা সত্ত্বেও উত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পিয়ংইয়ংকে দেওয়া ট্রাম্পের তকমার পরিপ্রেক্ষিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্য করেছেন। মিনস্কে ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতা পিয়ংইয়ংকে প্ররোচিত করেছে বলে মনে হচ্ছে।’  বিবিসি, রাশিয়া টুডে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর