শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আগামী সপ্তাহে পদত্যাগপত্র প্রত্যাহারের ইঙ্গিত হারিরির

আগামী সপ্তাহে পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। হারিরির কার্যালয় থেকে বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনারা যেমনটি জেনেছেন, সবকিছু ইতিবাচকভাবে চলছে এবং যদি এভাবে চলে তাহলে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও সংসদ স্পিকার নাবিহ বেরিকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে পদত্যাগপত্র প্রত্যাহার করব।’ এর আগে, ওইদিন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ‘সাদ হারিরি অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’ এদিকে, সাদ হারিরির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফ্রান্সে অবস্থানরত পরিবারকে দেখার জন্য প্রধানমন্ত্রী লেবানন থেকে প্যারিসে গেছেন এবং তিনি পরিবারের সঙ্গে সেখানে কয়েকদিন থাকবেন। চলতি মাসের প্রথম দিকে সৌদি আরব সফরে গিয়ে সেখান থেকে এক টেলিভিশন বার্তায় হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন হারিরি। এতে লেবাননে রাজনৈতিক সংকট তৈরি হয় এবং দেশটি সৌদি আরব ও এর প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পারস্পরিক দ্বন্দ্ব আরও মাথা চাড়া দেয়। লেবাননি কর্মকর্তাদের অভিযোগ, চাপ প্রয়োগ করে সাদকে পদত্যাগে বাধ্য করেছে সৌদি আরব এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে রিয়াদে আটকে রেখেছিল; পরে ফ্রান্সের হস্তক্ষেপে তিনি গত সপ্তাহে লেবাননে ফিরতে পেরেছেন। তবে  এসব অভিযোগ অস্বীকার করেছে  সৌদি আরব। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর