শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হেগের আদালতে যুদ্ধাপরাধীর আত্মহত্যার তদন্ত শুরু

হলান্ডের রাজধানী হেগের আন্তর্জাতিক আদালতে এক বসনিয়ান ক্র্যাট যুদ্ধাপরাধীর আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আত্মহত্যাকারী যুদ্ধাপরাধী স্লোবোদান প্রালজাক (৭২) আদালতকক্ষে কীভাবে বিষ নিয়ে এসেছিলেন তা তদন্ত করে দেখছেন সংশ্লিষ্টরা। বসনিয়ার ১৯৯২-৯৫ গৃহযুদ্ধকালে মানবধাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল প্রালজাকের বিরুদ্ধে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফর্মার যুগোস্লাভিয়া (আইসিটিওয়াই) ২০১৩ সালে তাকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেয়। এ সাজার বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে আপিল করেছিলেন এ যুদ্ধাপরাধী। বুধবার আপিলের শুনানি চলাকালে নিজেকে নির্দোষ ঘোষণা করে বিষ পান করেন তিনি। তাকে ত্বরিত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আদালতকক্ষের ভিতরে তিনি কীভাবে বিষ বহন করে নিয়ে এসেছিলেন তারই তদন্ত শুরু করেছে দেশটি। আইসিটিওয়াই’র দেওয়া রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে করা আপিলের পরিপ্রেক্ষিতে দেওয়া রায়েও দোষী প্রমাণিত হন প্রালজাক।  বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর