শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফের গ্রেফতার লস্কর-ই তৈয়বার প্রধান সাঈদ

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদকে ফের গ্রেফতার করেছে দেশটির পুলিশ।   ২৬/১১ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড মনে করা হয় হাফিজ সাঈদকে। সপ্তাহখানেক আগে গৃহবন্দী দশা থেকে ছাড়া পেয়েছিলেন সাঈদ। কিন্তু তার এই মুক্তিকে আমেরিকা সহজভাবে নেয়নি। মূলত আমেরিকার চাপেই ফের গ্রেফতার হলেন সাঈদ। টানা ১১ মাস গৃহবন্দী থাকার পর পাক আদালতের নির্দেশে গত সপ্তাহে মুক্তি পায় সাঈদ। শুধু মার্কিন প্রশাসনই নয়, তার মুক্তিতে তোলপাড় শুরু হয় আমেরিকার থিঙ্ক-ট্যাঙ্ক সংস্থাগুলোতেও। সাঈদকে আবার গ্রেফতার করা না হলে ন্যাটো জোটের বাইরে থাকা দেশগুলোর মধ্যে পাকিস্তানকে যে বিশেষ সুবিধা ও মর্যাদা দেয় আমেরিকা, তা প্রত্যাহার করে নেওয়ার দাবিও জোরালো হয়ে ওঠে। ভারতের তরফেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর