সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘কোরীয় উপদ্বীপে বাড়ছে যুদ্ধের আশঙ্কা’

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া উভয়ের আগ্রাসী ও উসকানিমূলক তৎপরতার পরিপ্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে প্রতিনিয়তই যুদ্ধের আশঙ্কা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে শনিবার এক কনফারেন্সে এসব কথা বলেছেন। আর পিয়ংইয়ংয়ের তরফে বলা হয়েছে, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের আগ্রাসী তৎপরতা অঞ্চলটিকে পরমাণু যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন গতকাল এ খবর দিয়েছে।  গত সপ্তাহে উত্তর কোরিয়া ১৩ হাজার কিলোমিটার পাল্লার ‘হাসং-১৫’ নামে একটি আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর প্রতিক্রিয়ায় এবং নিয়মিত তৎপরতার অংশ হিসেবে আজ থেকে কোরীয় উপদ্বীপে সপ্তাহব্যাপী বার্ষিক বিমান মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এতে অংশ নিতে শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান। এ অবস্থায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের মত। সিএনএন।

সর্বশেষ খবর