বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

যেভাবে হত্যা করা হয় সালেহকে

যেভাবে হত্যা করা হয় সালেহকে

আলি আবদুল্লাহ সালেহ

ইয়েমেনে সৌদি জোটের হামলার পর থেকে জোটবদ্ধ হয়ে লড়াই শুরু করে দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগামী বাহিনী ও হুতি বিদ্রোহীরা। কিন্তু গত সপ্তাহ থেকে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং তা দুপক্ষের মধ্যে লড়াইয়ে গড়ায়। এরমধ্যে সালেহ সৌদি জোটকে আলোচনায় বসার আহ্বান জানান। সৌদি জোট তাতে সম্মতিও দেয়। কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি হুতি বিদ্রোহীরা। হুতিরা সালেহকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। তার দুদিনের মধ্যেই তারা সালেহকে হত্যা করে। ইয়েমেনের রাজধানী সানায় সালেহর গাড়িতে বোমা ও বন্দুক হামলার দৃশ্য প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। এতে কীভাবে সালেহর গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা করা হয় তা তুলে ধরেছে ইয়েমেনের এই বিদ্রোহীগোষ্ঠী। উল্লেখ্য হুতিদের সব রকমের সাহায্য সহযোগিতা দিয়ে আসছে ইরান। স্থানীয় সময় সোমবার সকালের দিকে সানায় সালেহর গাড়িবহরে গাড়ি ও বোমা হামলা চালায় হুতিরা। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, উপজাতিদের মধ্যস্থতায় রাজধানী সানার বাড়ি ছেড়ে দক্ষিণের সিনহান জেলায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়েছিলেন সালেহ। এজন্য হুতি বিদ্রোহীদের সঙ্গে সাবেক এই প্রেসিডেন্টের একটি সমঝোতা হয়েছিল। বিদ্রোহীরা সাবেক এই প্রেসিডেন্টকে নিরাপদে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার নিশ্চয়তা দেয়। তার গাড়িবহরে কোনো হামলা চালানো হবে না বলেও জানানো হয়। সংবাদপত্রটি বলছে, সালেহ তার ছেলে ও রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ দুই সদস্যকে নিয়ে একটি গাড়িতে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু সিনহান জেলার বৈয়ত আল-আহমার গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরের সায়ান এলাকায় সালেহর গাড়ি পৌঁছায়। পরে ওই এলাকার সড়কে হুতি বিদ্রোহীদের সাতটি গাড়ি সড়ক অবরোধ করে তাদের আটক করে। পরে হুতি বিদ্রোহীরা সাবেক এই প্রেসিডেন্ট ও তার সহযোগীদের গাড়ি থেকে বের করে আনে। রাস্তায় দাঁড় করিয়ে সালেহর পেট ও মাথা লক্ষ্য করে গুলি চালায় তারা। বেশ কয়েকটি সূত্র বলছে, কমপক্ষে ৩৫ রাউন্ড গুলি ছোড়া হয়। এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগেও সানার পাশের সিক্সটি ডিস্ট্রিক্টে দলের সদস্য ও তার আস্থাভাজনদের সঙ্গে বৈঠক করেছিলেন আলী আবদুল্লাহ সালেহ। তার সানার বাসভবনেও হুতি বিদ্রোহীরা গ্রেনেড হামলা চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর