বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জটিলতা আরও বাড়বে ইয়েমেনে

আলী আবদুল্লাহ সালেহ হত্যাকাণ্ড

জটিলতা আরও বাড়বে ইয়েমেনে

দুই বছরের যুদ্ধে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইয়েমেন। সৌদি জোটের হামলা তো আছেই। তার সঙ্গে অভ্যন্তরীণ একাধিক গোষ্ঠীর মুখোমুখি অবস্থান দেশটিতে আরও জটিল অবস্থায় নিয়ে গেছে। এরমধ্যে হুতি বিদ্রোহীরা হত্যা করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে। এই প্রেসিডেন্ট প্রায় ৩০ বছর দেশটি শাসন করেছেন। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন মাত্রা পাবে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের লড়াই আরও তীব্র হবে বলে মনে করেন তারা। এই হুতিরা এক সময় তার সঙ্গে জোট করেছিল। তাদের প্রেসিডেন্ট সালেহ মিত্র হিসেবে দেখতেন। কিন্তু তারাই যখন সালেহকে হত্যা করে তখন তার নিজের বাহিনীর কাছে এটা একটি বড় আঘাত বলে মনে করছেন ইয়েমেন পোস্টের প্রধান সম্পাদক হাকিম আল মাসমারি। তিনি বলেন, সালেহকে হত্যা করায় ইয়েমেনে সামরিক অভিযান তীব্র করতে পারে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। সম্প্রতি হুতিদের সঙ্গে সালেহর জোট ভেঙে যাওয়ার পর সৌদি আরবের এই জোট রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা জোরালো করেছে। টার্গেট করা হচ্ছে পরিত্যক্ত বিমানবন্দর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মসূচির পরিচালক জোস্ট হিলটারম্যান বলেছেন, হুতি ও সালেহ জোট ভেঙে যাওয়ার ফলে সংকট বাড়বে।

উল্লেখ্য সৌদি নেতৃত্বাধীন আরব একটি জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে লড়াই করছে। এ লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক হাজার নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর