বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি তুরস্কের

জেরুজালেম ইস্যু

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি ইস্যুতে জর্ডানের পর এবার যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছে তুরস্ক। ওয়াশিংটনের তরফে এমন পদক্ষেপ নেওয়া হলে তা বিশ্ব মুসলিমদের জন্য ‘রেড লাইন’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নিলে তার দেশ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে বলেও হুমকি দিয়েছেন তিনি। এ ধরনের কোনো সিদ্ধান্তের বিরোধিতা জানাতে ওআইসির বৈঠক আহ্বান করা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল তুরস্কের পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেছেন এরদোগান। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প। তবে ট্রাম্পের উপদেষ্টা ও তার জামাতা জেরেড কুশনার জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবারই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ট্রাম্পের। তবে এমন সিদ্ধান্ত নিলে ভয়াবহ পরিণতির ব্যাপারে ঘনিষ্ঠ মিত্রদের সতর্কতা এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ব্যক্তিগত ফোনালাপের পরিপ্রেক্ষিতে আপাতত এ সিদ্ধান্ত বিলম্বিত করছে হোয়াইট হাউস। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর