শিরোনাম
বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাহুলের উপদেষ্টা সোনিয়া কৌশলবিদ প্রিয়াঙ্কা?

কলকাতা প্রতিনিধি

রাহুলের উপদেষ্টা সোনিয়া কৌশলবিদ প্রিয়াঙ্কা?

ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর  (৪৭) নাম ঘোষণা শুধু সময়ের ব্যাপার। সোমবারই সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন রাহুল। এই পদে রাহুল ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। সুতরাং তিনিই কংগ্রেস সভাপতি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। তবুও আগামী সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেই আনুষ্ঠানিক ভাবে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হতে পারে বলে খবর। ১৯৯৮ সালে দলের সভানেত্রী পদে বসেন সোনিয়া। দলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় (১৯ বছর) ধরে দলের সভানেত্রীর পদ অলঙ্কৃত করেছেন। তবে সভাপতির পদ থেকে অবসর নিলেও রাজনীতি থেকে অদৃশ্য হয়ে যাচ্ছেন না সোনিয়া গান্ধী। ছেলে রাহুল কংগ্রেসের সভাপতি হলে তার উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে মা সোনিয়াকে। কংগ্রেস সূত্রে অন্তত এমনটাই খবর। অন্যদিকে মা সোনিয়ার মতো মেয়ে প্রিয়ঙ্কা গান্ধীকে দেখা যেতে পারে ভাই রাহুলের উপদেষ্টা ও তার কৌশলবিদ হিসেবে বা রণনীতি ঠিক করার কাজে।

 

সর্বশেষ খবর