বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার’

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তার ছেলে আহমেদ আলী সালেহ। সৌদি টেলিভিশিন চ্যানেল আল-একবারিয়ার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সোমবার হুতিদের হামলায় নিহত হন সালেহ। প্রায় তিন বছর ধরে এ হুতিদের সঙ্গে জোট গড়ে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছিলেন সালেহ ও তার সমর্থকরা। তবে ২ ডিসেম্বর সালেহ এক টেলিভিশন ভাষণে ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্য সৌদি জোটের প্রতি আহ্বান জানান। আনুষ্ঠানিকভাবে হুতিদের সঙ্গে জোটও ভেঙে দেন তিনি। সৌদি জোটের সঙ্গে সংলাপে বসার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন সালেহ। একে সালেহর পক্ষ পরিবর্তন হিসেবে উল্লেখ করে হুতিরা। সানায় শুরু হয় হুতি ও সালেহ সমর্থকদের সংঘর্ষ। কয়েকদিন ধরে সংঘর্ষ চলার পর সোমবার নিহত হন সালেহ। প্রতিবেদনে আহমেদ আলী সালেহকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইয়েমেন থেকে সর্বশেষ হুতিকে তাড়ানো পর্যন্ত আমি যুদ্ধে নেতৃত্ব দেব।’ এসময় হুতি মিলিশিয়াদের কাছ থেকে ইয়েমেনকে বাঁচাতে তার বাবার অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ খবর