বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

সমলিঙ্গ বিয়ের বৈধতা

ইউরোপের জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও স্পেনের পর এবার অস্ট্রিয়া সমলিঙ্গের বিয়ের অনুমোদন দিল। দেশটির সমলিঙ্গের যুগলরা ২০১৯ সাল থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন। গতকাল দেশটির সুপ্রিম কোর্ট এক রুলিংয়ে একথা জানিয়েছে। সমলিঙ্গের বিয়ে সংক্রান্ত সাংবিধানিক আদালতের দেওয়া আগের রায় বাতিল করে দিয়ে এ রুলিং দিয়েছে আদালতটি। অস্ট্রিয়ার বিয়েসংক্রান্ত বিদ্যমান আইনে সমলিঙ্গের যুগলদের নিবন্ধিত পার্টনারশিপ করতে পারেন। কিন্তু এ আইনে তাদের বিয়ে করার অনুমোদন ছিল না। তাই এতে সংশোধনী এনে সমলিঙ্গের বিয়ের বৈধতা দিল সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত মাসে সমলিঙ্গের যুগলদের বিয়ের বৈধতা দিয়ে একটি আইন পাস হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর