বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের আর্থিক তথ্যের খোঁজে ম্যুলার, জার্মান ব্যাংককে চিঠি

ট্রাম্পের আর্থিক তথ্যের খোঁজে ম্যুলার, জার্মান ব্যাংককে চিঠি

ডোনাল্ড ট্রাম্প - মাইকেল ম্যুলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের আর্থিক তথ্য জানতে কাজ শুরু করেছেন মার্কিন নির্বাচনে রাশিয়া আঁতাত নিয়ে সৃষ্ট স্পেশ্যাল প্রসিকিউটর মাইকেল ম্যুলার। তিনি ইতিমধ্যে ট্রাম্পের আর্থিক বিষয়ে জার্মানির ডয়েচে ব্যাংকের কাছে তথ্য চেয়েছেন। তার কাছ থেকে কয়েক সপ্তাহ আগে এ ধরনের অনুরোধ (সাপিনা) জার্মানির বৃহত্তম এই ব্যাংকটি পেয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে। এদিকে, মার্কিন দৈনিক ব্লুমবার্গের এক খবরে দাবি করা হয়েছে, ম্যুলারের কাছ থেকে সাপিনা (চিঠি) পাওয়ার পর ব্যাংকটি ট্রাম্পসংক্রান্ত আর্থিক নথি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। ব্যাংক কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়েই এমনটি করেছেন। রিয়েল এস্টেট ব্যবসার জন্য ট্রাম্প অর্গানাইজেশনকে কয়েক মিলিয়ন ডলার অর্থ ঋণ দিয়েছে জার্মান ওই ব্যাংকটি। ট্রাম্পকে এই ব্যাংকটিই সবচেয়ে বেশি অর্থ ঋণ দিয়েছে বলে মনে করা হয়। জার্মান একটি দৈনিকে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,  ব্যাংকটিতে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের একাউন্টে কয়েকটি লেনদেনের ব্যাপারে তথ্য চেয়েছেন ম্যুলার। এ খবর নিশ্চিত করেই ওই তথ্য দিয়েছে সূত্রটি। তবে ব্যাংকটি তার কোনো গ্রাহকের লেনদেনের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় সদস্যরা ট্রাম্পের লেনদেনের ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে ব্যাংকটির প্রতি আহ্বান জানিয়েছিল। তখন ব্যক্তিগত গোপনীয়তা আইনের উল্লেখ করে তা দিতে প্রত্যাখ্যান করেছিল ব্যাংক কর্তৃপক্ষ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং এক্ষেত্রে ট্রাম্প শিবিরের সম্ভাব্য যোগসাজশের বিষয়টি তদন্ত করছেন এফবিআইয়ের সাবেক প্রধান মাইকেল ম্যুলার। তদন্তে ইতিমধ্যে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনসহ আরও চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন যে, এক্ষেত্রে তার নির্বাচনী শিবিরের লোকদের কোনো যোগসূত্র নেই। বিজনেস ইনসাইডার, দ্য গার্ডিয়ান।

সর্বশেষ খবর