শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পৃথিবীর ‘নাকের ডগা’য় দ্রুত গতির গ্রহাণু

পৃথিবীর ‘নাকের ডগা’য় দ্রুত গতির গ্রহাণু

পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে এক গ্রহাণু। ওই গ্রহাণুর নাম ‘ফ্যাটন ৩২০০’। আগামী ১৭ ডিসেম্বর পৃথিবীর অক্ষরেখা থেকে প্রায় ২০ লাখ মাইল দূর দিয়ে যাবে ফ্যাটন ৩২০০। এ গ্রহাণু যতটা যে গতিতে পৃথিবীর পাশ দিয়ে যাবে, তাতে বড় ক্ষতির আশঙ্কা থাকছে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। এ দূরত্বকে সংশ্লিষ্টরা নাকের ডগা বলছেন। প্রসঙ্গত, গ্রিক মাইথোলজির ধ্বংসের দেবতা ফেয়টনের নামানুসারে এ গ্রহাণুর নাম রাখা হয়েছে ফ্যাটন। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগেই, ১৭ ডিসেম্বর এ গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে।

গ্রহাণুটি আকারের দিক থেকে অনেকটাই বড়। যে গ্রহাণুটি ডায়নোসর প্রজাতিকে ধ্বংস করেছিল, ফ্যাটন ৩২০০-এর আকার তার অর্ধেক। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ফ্যাটন ৩২০০ থেকে উল্কাপাত হয়। সেদিন উল্কাপাতেরও    সম্ভাবনা রয়েছে। ১৩-১৪ ডিসেম্বরের মধ্যে আকাশে উল্কাপাত দেখা যেতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এক অদ্ভুত স্বর্গীয় দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্বের মানুষ। ইন্টারনেট

সর্বশেষ খবর