শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

গুজরাটে বিধানসভার নির্বাচন আজ

কলকাতা প্রতিনিধি

২২ বছর পর গুজরাটের মসনদ থেকে কি গেরুয়া রাজের অবসান হবে না কি ফের ক্ষমতায় আসবে বিজেপি। এই প্রশ্নের উত্তর খুঁজে পেতেই আজ মোদির নিজের রাজ্য গুজরাটে প্রথম দফার বিধানসভার নির্বাচন শুরু হয়েছে। প্রথম দফায় ১৮২ আসনের গুজরাট বিধানসভার ৮৯ আসনে ভোট নেওয়া হবে। সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের এই আসনগুলোতে বিজেপিই সংখ্যাগরিষ্ঠ। এই দফায় রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, কংগ্রেস প্রার্থী শক্তি সিং গোহিল ও পরেশ ধান্নাইসহ ৯৭৭ জন প্রার্থী লড়াই করছেন। মোট ভোটারের সংখ্যা প্রায় ২.১২ কোটি। বৃহস্পতিবারই শেষ হয়েছে তার নির্বাচনী প্রচারণা। বিজেপির পাশাপাশি কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা নিজেদের মতো করে প্রচারণা সেরেছেন। তবে প্রধান লড়াইটা হচ্ছে রাজ্যটির শাসক বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

সর্বশেষ খবর