শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সমকামিতা জিন দ্বারা নিয়ন্ত্রিত?

সমকামিতা কি জিনের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত? সমলিঙ্গে যৌন আকর্ষণ কি জিনের তারতম্যের কারণেই প্রকট হয়? নতুন একটি গবেষণার পর, আরও জোরালোভাবে এই সব প্রশ্নের মুখোমুখি সারা বিশ্বের জিনতাত্ত্বিকেরা। মার্কিন নর্থশোর ইউনিভার্সিটির একদল গবেষকের দাবি, মানব শরীরে এমন জিনের সন্ধান পাওয়া গিয়েছে যা সমকামিতার জন্য দায়ী। এই গবেষণাটি বিজ্ঞান পত্রিকা ‘সায়েন্টিফিক রিপোর্টস’ গত পরশু ছাপা হয়েছে।  নর্থশোর ইউনিভার্সিটির জিনতাত্ত্বিকেরা দুই হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক সমকামী পুরুষের ডিএনএ (জিন)-এর বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখেন। সমকামীদের ডিএনএ কোডের সঙ্গে, সমকামী নয় এমন প্রাপ্তবয়স্ক পুরুষদের ডিএনএ কোডের তুল্যমূল্য বিচার করে এই বিজ্ঞানীরা বলছেন সমকামীদের ক্ষেত্রে জিনের এমন কিছু তারতম্য বা বিন্যাস দেখা গিয়েছে যা সমকামী নয় এমন পুরুষদের মধ্যে নেই। আমাদের শারীরবৃত্তীয় সব বৈশিষ্ট্যই এক বা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত। এর মধ্যে কিছু জিনের মুখ্য ভূমিকা থাকে যাদের বলে মার্কার (নির্দেশক)।

সর্বশেষ খবর