শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
উ. কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘অনিবার্য’

কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরীয় ও মার্কিন সামরিক বাহিনীর যৌথ সামরিক মহড়া নিয়ে চরম মন্তব্য করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে কোরীয় উপদ্বীপে যুদ্ধ কবে শুরু হবে, সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে পুনরায় বিষোদগার করে উত্তর কোরিয়া বলেছে, যুদ্ধটা এখন অনিবার্য।

উত্তর কেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র এই মন্তব্য করেছেন বলে শোনা যাচ্ছে, তার নাম প্রকাশ করা হয়নি। তিনি আরও মন্তব্য করেছেন, সিআইএ প্রধান মাইক পম্পেওসহ একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা প্রায়ই ‘উগ্র মন্তব্য’ করছে। যা থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মনোভাব বোঝা যায়। পম্পেও রবিবার বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন জানেন না, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিচারে তার পরিস্থিতি ঠিক কতটা সঙ্গীণ ? উত্তর কোরিয়ার মুখপাত্রটি পম্পেওর বিরুদ্ধে সরাসরি প্ররোচনার অভিযোগ করেন, কেননা, পম্পেও ‘নির্লজ্জভাবে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের সমালোচনা’ করেছেন, যিনি কিনা ‘আমাদের জনগণের হৃদপিণ্ড’। ওই কর্মকর্তা আরও বলেন, ‘এখন বাকি প্রশ্ন হলো, কখন যুদ্ধ শুরু হবে তবে আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করব না।

সর্বশেষ খবর