শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
যৌন হেনস্তা

সিনেটর ফ্রাঙ্কেনের পদত্যাগের ঘোষণা

সিনেটর ফ্রাঙ্কেনের পদত্যাগের ঘোষণা

যৌন হয়রানির অভিযোগের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন সিনেটর ডেমোক্র্যাট নেতা আল ফ্রাঙ্কেন। বিবিসি জানায়, তিনি শিগগিরই আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন। গত মাসের মাঝামাঝিতে ফ্রাঙ্কেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন রেডিও উপস্থাপক লিয়েন টুয়েডেন। লস অ্যাঞ্জেলেস স্টেশন কেএবিসির ওয়েবসাইটে লিয়েন বলেন, কুয়েতে এক অনুষ্ঠানের আগে ফ্রাঙ্কেন তাকে জোর করে চুমু খেয়েছিলেন।

২০০৬ সালের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের  বিনোদন দিতে যে দল পাঠানো হয় তার সদস্য ছিলেন লিয়েন ও ফ্রাঙ্কেন। ফ্রাঙ্কেন তখনো রাজনীতিতে আসেননি, ছিলেন কৌতুকাভিনেতা। ট্যুর থেকে ফেরার পথে সামরিক বাহিনীর বিমানে ঘুমন্ত অবস্থায় ফ্রাঙ্কেন তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন বলে অভিযোগ লিয়েনের।

লিয়েনের অভিযোগের পর তার কাছে ক্ষমা চেয়েছিলেন ফ্রাঙ্কেন। কিন্তু তার বিরুদ্ধে নতুন করে যৌন হয়রানির অভিযোগ পাওয়ায় গত বুধবার প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্যরা ফ্রাঙ্কেনকে পদত্যাগের জন্য চাপ দেন। বিবিসি জানায়, মিনেসোটার এই সিনেটরকে পদত্যাগ করার আহ্বান জানান তার দলেরই ৩০ সিনেটর। এরপরই সিনেটে দেওয়া বক্তৃতায় ফ্রাঙ্কেনের পদ ছাড়ার ঘোষণা আসে।

সর্বশেষ খবর