শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মার্কিন-রুশ সম্পর্কের ক্ষেত্রে বাধা ইউক্রেন : টিলারসন

মার্কিন-রুশ সম্পর্কের ক্ষেত্রে বাধা ইউক্রেন : টিলারসন

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ইউক্রেন সংকট। ভিয়েনায় ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা-বিষয়ক সংস্থার (ওএসসিই) মিনিস্টারিয়াল কাউন্সিলের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ কথা বলেন। টিলারসন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চান। এ জন্য গত বছর উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনের ফাঁকে এ দুই নেতা কয়েকবার সাক্ষাৎ করেন। টিলারসন বলেন, সিরিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও এ দুই দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধাই হচ্ছে ইউক্রেন সংকট। ভিয়েনায় সংস্থার সদর দফতরে বৃহস্পতিবার ওএসসিইর সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ইউক্রেন সংকট, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও অস্ত্র নিয়ন্ত্রণ। সের্গেই ল্যাভরভ ও রেক্স টিলারসনসহ বৈঠকে ৪০ জন শীর্ষ কূটনীতিক অংশগ্রহণ করেন। তাস।

সর্বশেষ খবর