শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নেপাল ও নিউজিল্যান্ডে ভূমিকম্প

হিমালয় কন্যা নেপাল আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের পর দিনেই এ ভূমিকম্প হয়। গতকাল সকালে আঘাত করা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। পাশাপাশি ওশানিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২। তবে উভয় ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নেপালে এর আগে ২০১৫ সালে এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। ৭.৮ মাত্রার কম্পনে তছনছ হয়ে যায় নেপালের বেশ কিছু অংশ। ওই ভূমিকম্পে মৃত্যু হয় কমপক্ষে ৯ হাজার, আহত হন প্রায় ২২ হাজার মানুষ। এদিকে বুধবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লি। কেঁপে ওঠে উত্তরাখন্ড, হরিয়ানা এবং উত্তর প্রদেশের বেশ কয়েকটি অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫।

এদিকে নিউজিল্যান্ডে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এএফপি

সর্বশেষ খবর