শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

‘পাখির ভাষা’

তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলের পাহাড়ি গ্রামগুলোর বাসিন্দারা শিস বাজিয়ে দূর থেকে নিজেদের মধ্যে যোগাযোগ করেন, যা ‘পাখির ভাষা’ নামে পরিচিত। জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা- ইউনেস্কো বিশেষ ওই ভাষাকে বিশ্ব ঐতিহ্যের বিপন্ন অংশ ঘোষণা করে তা রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। ইউনেস্কোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মূলত তুরস্কের গিরেসুন প্রদেশের জানাকজি জেলার প্রায় ১০ হাজার বাসিন্দা এই ভাষা ব্যবহার করেন। পাহাড়ি ওই অঞ্চলের বাসিন্দারা অধিক দূরত্বে নিজেদের মধ্যে যোগাযোগ করতে বিশেষ ধরনের শিস (ভাষা) ব্যবহার করে। ‘বিশেষ ওই ভাষাটি অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে, যার জরুরি সুরক্ষা প্রয়োজন। সামাজিক ব্যবস্থা ও প্রযুক্তির উন্নয়ন বিশেষ করে মোবাইল ফোনের জনপ্রিয়তার কারণে ভাষাটি হুমকির মুখে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর