সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

লেবাননে মার্কিন দূতাবাসের কাছে ব্যাপক সংঘর্ষ

জেরুজালেমকে ইসলায়েলের রাজধানী স্বীকৃতি

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির জেরে লেবাননে ব্যাপক মার্কিনবিরোধী বিক্ষোভ হয়েছে। গতকাল রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে দেয় ও মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ঢিল ছুড়ে। এসময় প্রতিবাদকারীদের সঙ্গে লেবাননের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়েছে। প্রতিবাদকারীদের হটাতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। লেবানন কমিউনিস্ট পার্টির নেতা হানা গরিব বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের শত্রু’। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়ায়। এদিন একদল বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায়। লেবাননে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী বাস করে।

ট্রাম্প সব আইন অমান্য করেছেন : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইসলামিক দেশগুলোর সহযোগিতামূলক সংগঠন ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিশন (আইপিএইচআরসি)। একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার কড়া নিন্দা জানিয়েছে। ওদিকে আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে এই একই ইস্যুতে জরুরি বৈঠকে বসছে ওআইসি। সেখানে যোগ দেওয়ার জন্য সিঙ্গাপুরের নেতাদের সঙ্গে বার্ষিক পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শনিবার উমনো এসেম্বলিতে (পার্লামেন্টে) এক ঘোষণায় তিনি এ কথা বলেছেন। ওই বৈঠকে যোগ দিতে তার যাওয়ার কথা ছিল সিঙ্গাপুরে। নাজিব রাজাক বলেন, আগামী ১৩ ডিসেম্বর আমি ইস্তাম্বুলে ওআইসির বৈঠকে যোগ দেব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ওই সম্মেলনে মালয়েশিয়ার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ সময়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হুসেইনের সঙ্গে আমার বার্ষিক পরামর্শ সভার নির্ধারিত সময় ছিল। আমি তাকে ফোন করেছি এবং বলেছি, প্লিজ বোঝার চেষ্টা করুন বিষয়টি একজন মুসলিম হিসেবে এবং সব মুসলিমের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। এ খবর দিয়েছে আরব নিউজ, দ্য স্ট্রেইটস টাইমস।

সর্বশেষ খবর