সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ব্রেক্সিট ইস্যু

ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পথ প্রশস্ত হচ্ছে

ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পথ প্রশস্ত হচ্ছে

আর কদিন বাদেই হয়তো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন। কিন্তু তার আগে এই বিচ্ছেদে নানা বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্যে পৌঁছতে হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ও ইউরোপীয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট জ্যাঁ ক্লাউডি জাঙ্কারের মধ্যে এরমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এসব বৈঠকে বেশকিছু চুক্তিতে উপনীত হয়েছে দুই পক্ষ। এ বিষয়ে ইইউ ও ব্রিটেনের সমঝোতাকারীদের তরফ থেকে একটি যৌথ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্ত, ব্রেক্সিট ইস্যুতে ডিভোর্স বিল, নাগরিকদের অধিকার ও ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিসের বিষয়ে বেশকিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব করতে গিয়ে ব্রিটিশ সরকার অভ্যন্তরীণ বিষয়ে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দৃষ্টি দিচ্ছে না বলে এক জরিপে মত পাওয়া গেছে। এতে বলা হয়, ব্রেক্সিট আলোচনায় আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে ‘হার্ড বর্ডার’ বা সীমান্ত কড়াকড়ি অবস্থা থেকে সরে এসেছে ব্রিটেন। তবে সার্বিক বাণিজ্য চুক্তির অনুপস্থিতিতে বলা হয়েছে, ইইউর একক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকবে ব্রিটেন। এর সঙ্গে আয়ারল্যান্ডের অর্থনীতি যুক্ত। স্কাই নিউজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সর্বশেষ খবর