বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবি মুসলিম বিশ্বের

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবি মুসলিম বিশ্বের

পূর্ব জেরুজালেমকে অবশ্যই ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিতে হবে বিশ্ববাসীকে। মুসলিম দেশগুলোর জোট ওআইসির জরুরি বৈঠকে এই দাবি করেছেন মুসলিম বিশ্বের নেতারা। গতকাল তুরস্কের ইস্তাম্বুলে ওই সম্মেলন শুরু হয়েছে। ওই সম্মেলনে মুসলিম বিশ্বের ৫০টি দেশের নেতারা অংশ নেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে মুসলিম বিশ্বের নেতারা। বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মন্তব্য করেছেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধ’ করেছে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে তিনি বলেন, এ পদক্ষেপই বলে দিচ্ছে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ওয়াশিংটনের আর কোনো ভূমিকা থাকতে পারে না। ভাষণে আব্বাস বলেন, ‘জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী। এটি সবসময় ফিলিস্তিনেরই রাজধানী থাকবে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমনভাবে জেরুজালেমকে দিয়ে দিচ্ছে যেন এটি তাদের নিজেদেরই কোনো শহর। আর তা করে যুক্তরাষ্ট্র ‘চরম সব সীমাই’ লঙ্ঘন করে গেছে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব থাকার কারণে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা থাকাটা আর গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন আব্বাস। আলজাজিরা।

সর্বশেষ খবর