বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র

অবশেষে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক পলিসি ফোরামে দেওয়া বক্তব্যে টিলারসন বলেন, পূর্বশর্ত ছাড়াই ‘যেকোনো সময়’ উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নানা সমালোচনা ও আক্রমণের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। তা নিয়েই দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আটলান্টিক পলিসি ফোরামে দেওয়া বক্তব্যে টিলারসন বলেন, ‘আসুন একত্রিত হই, আপনারা চাইলে আবহাওয়া নিয়েও কথা হতে পারেন’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র; পাশাপাশি জাতিসংঘও বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সেসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। যদিও এই প্রস্তুতি ‘যুদ্ধের নয়, আত্মরক্ষার’ বলে দাবি করে আসছে দেশটি। বিবিসি।

সম্প্রতি পিয়ংইয়ং সফর করে আসা জাতিসংঘের রাজনৈতিক প্রধান জেফ্রি ফেল্টম্যানও বলেছেন, যুদ্ধ থেকে বিরত থাকার গুরুত্ব অনুভব করছেন উত্তর কোরিয়ার কর্মকর্তারাও। এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নমনীয় করার ইঙ্গিত দেন। আটলান্টিক পলিসি ফোরামে তিনি আরও বলেন, ‘আপনারা যদি আলোচনায় বসতে রাজি থাকেন তাহলে যে টেবিলেই আপনারা বসতে বেশি আগ্রহবোধ করবেন সেখানেই বসব। তারপর আমরা একটি ম্যাপের রূপরেখা তৈরি শুরু করতে পারি, একটি রোডম্যাপ, যা নিয়ে সম্ভবত আমরা একত্রে কাজ করতে রাজি আছি।’ অবশ্য পিয়ংইয়ংয়ের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ অব্যাহত রাখার ওপরও মত দেন তিনি।

সর্বশেষ খবর