বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের সফর চান না ব্রিটিশরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফর চান না বেশিরভাগ ব্রিটিশ নাগরিক। তারা ইতিমধ্যে ট্রাম্পের এই সফর বাতিল করার পক্ষে রায় দিয়েছেন। তারা চান, ব্রিটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করা হোক। তার এই সফর নিয়ে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের পক্ষে একটি জরিপ চালায় বিএমজি রিসার্স। এই জরিপে বেশিরভাগ ব্রিটিশ ট্রাম্পের ওই সফর বাতিল করার পক্ষে। তার রাষ্ট্রীয় সফর নিয়ে এত বিরোধিতার পরও লন্ডনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইঙ্গিত দিয়েছেন নতুন বছরে ট্রাম্প ব্রিটেন সফরে আসতে পারেন। এ সময়ে তিনি সাক্ষাৎ করতে পারেন রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে। ট্রাম্প এমন সফরে এলে ব্রিটেনে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তার জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা, যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার ঘটনায় এমন বিক্ষোভ দেখা দিতে পারে।

সর্বশেষ খবর