শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
জেরুজালেম সংকট

‘সত্যের জয় হয়েছে’

‘সত্যের জয় হয়েছে’

জাতিসংঘের জরুরি বৈঠকে জেরুজালেম বিষয়ে ভোটাভুটিতে সত্যের জয় হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার ভোটের পর হামাসের প্রধান ইসমাইল হানিয়া এ মন্তব্য করেছেন। হানিয়া জানান, জাতিসংঘের এ ভোটে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব ও রাজনৈতিক ভীতিপ্রদর্শন প্রত্যাখ্যান করা হয়েছে। এক বিবৃতিতে হানিয়া মার্কিন প্রশাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল ৩৫টি দেশ। আর অনুপস্থিত ছিল ২১ দেশের প্রতিনিধি। এর আগে ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।  আনাদোলু।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর