শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিরোধীদের হট্টগোলে ভারতের সংসদ ভণ্ডুল

কলকাতা প্রতিনিধি

বিরোধীদের হট্টগোলে ভণ্ডুল হয়ে গেছে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন। গতকাল অধিবেশনের শুরুতেই সম্প্রতি গুজরাট বিধানসভার নির্বাচনী প্রচারণায় গিয়ে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে নরেন্দ্র মোদির মন্তব্যের বিরুদ্ধে রাজ্যসভায় হৈচৈ শুরু করেন কংগ্রেসের সাংসদরা। তাদের দাবি, অবিলম্বে সংসদে এসে নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে প্রধানমন্ত্রীকে। ওই সমস্যার সমাধান না হলে সংসদ চলতে দেওয়া হবে না। মোদির ওই মন্তব্যের জের ধরে গত এক সপ্তাহ ধরেই সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে অধিবেশন শুরুর পরই রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ গুলাম নবী আজাদ বলেন, সমাধান সূত্র না পাওয়া পর্যন্ত সংসদের অধিবেশন বন্ধ থাকা উচিত। যদিও সংসদীয় মন্ত্রী বিজয় গোয়েল জানান, সংসদের অধিবেশনকে চলতে দেওয়া হোক পাশাপাশি এই সময়ের মধ্যে সমাধান সূত্রও খুঁজে বের করা হোক। এটা এমন কোনো সমস্যা নয় যে, এর সমাধান খুঁজে পাওয়া যাবে না। দুই পক্ষের মন্তব্য-পাল্টা মন্তব্যের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইনা নাইডু জিরো আওয়ারে সংসদ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 কিন্তু বিরোধীরা তাতে বাধা দেওয়ায় এ দিনের মতো সংসদ মুলতবি করে দিতে বাধ্য হন চেয়ারম্যান। সাপ্তাহিক ছুটি ও খ্রিষ্টমাসের ছুটি থাকায় আগামী ২৭ ডিসেম্বর ফের সংসদের অধিবেশন বসবে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন। কিন্তু একাধিক ইস্যুতে বিরোধীদের হট্টগোলের কারণে বার বার ভণ্ডুল হয়েছে অধিবেশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর