শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করলেই পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা’

কলকাতা প্রতিনিধি

ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ করলে তবেই পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি আরও বলেন, ‘আমরাও চাই সম্পর্ক আরও সুন্দর হোক কিন্তু সেটা নির্ভর করছে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে তাদের (পাকিস্তান) তরফে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তার ওপর। তবে এটা কখনো মনে হয় না যে তারা (পাকিস্তান) সত্যিই শান্তি চায়।’ তিনি গতকাল রাজস্থানের বারমেরের কাছে থর মরুভূমিতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে এসব কথা বলেন।  ভারতীয় সেনাপ্রধানের এ মন্তব্য এমন সময়ে এসেছে যখন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া নিজেই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার বার্তা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

সর্বশেষ খবর