মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বড়দিনের প্রার্থনায় যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ২০

 

ফিলিপাইনে বড় দিনের উত্সবে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। পুলিশ জানায়, ম্যানিলা থেকে ২০০ কিলোমিটার উত্তরে লা ইউনিয়ন প্রদেশের আগু শহরে গতকাল ভোরে একটি যানে করে ৩০ থেকে ৪০ জনের একটি দল প্রার্থনাসভায় যাচ্ছিল। এ  সময় একটি বাসের সঙ্গে যানটির সংঘর্ষ হয়। নিহতদের সবাই ওই যানের যাত্রী। এদিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে টেম্বিন ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২৩০ ছাড়িয়ে গেছে। এছাড়া অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। দেশটিতে তাণ্ডব চালিয়ে ঝড়টি গতকাল ভিয়েতনামের দিকে এগিয়ে যায়। গতকালই এটি দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। সতর্কতা হিসেবে ভিয়েতনাম কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় উপকূল সংলগ্ন নিচু এলাকাগুলো থেকে লাখ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়। ঘণ্টায় ৮০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে শুক্রবার রাতে টেম্বিন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে তাণ্ডব চালায়। এরপর এটি শনিবার  দেশটির পালাওয়ান দ্বীপে পৌঁছায়। রবিবার ঝড়টি পরের দিকে আরও পশ্চিমে ভিয়েতনামের দিকে অগ্রসর হয়। রয়টার্স, এএফপি।

সর্বশেষ খবর