বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাক-আফগান সম্পর্কের উন্নয়ন চায় বেইজিং

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের সঙ্গে যুক্ত হচ্ছে আফগানিস্তান

জঙ্গি ও সন্ত্রাসে বিধ্বস্ত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কের উন্নয়ন ঘটানোর আগ্রহের কথা ব্যক্ত করেছে চীন। বেইজিংয়ে গতকাল দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার প্রথম ত্রিপক্ষীয় সংলাপ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আফগান টোলো নিউজ এক প্রতিবেদনে একথা জানিয়েছে। আফগানিস্তান, পাকিস্তান ও চীন প্রতিবেশী এই তিনটি দেশের মধ্যকার সম্পর্ক জোরদার এবং সহযোগিতার উন্নয়ন ঘটানোর উদ্যোগ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক এ উদ্যোগেরই অংশ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ই’র বরাতে টোলো নিউজ জানায়, আফগানিস্তান ও পুরো অঞ্চলের স্বার্থেই ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। খবরে আরও বলা হয়, শান্তি প্রক্রিয়ায় আফগানিস্তানকে সহযোগিতা করতে রাজি হয়েছে চীন। ইসলামাবাদ এ শান্তি প্রক্রিয়া প্রসঙ্গে প্রায়োগিক ব্যবস্থা নেবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তান হচ্ছে ভ্রাতৃপ্রতিম দুই প্রতিবেশী। টোলো নিউজ খাজা আসিফের বরাতে জানায়, ‘আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা ও শরণার্থী সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছে পাকিস্তান।’ এদিকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে এবার আফগানিস্তানকেও যোগ করার ইচ্ছা ব্যক্ত করেছে চীন। দ্য ডন।

সর্বশেষ খবর