বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার মধ্যস্থতা সিরীয় বিদ্রোহীদের প্রত্যাখ্যান

সোচি সম্মেলন

রাশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়ার বিদ্রোহী সংগঠনগুলো। রাশিয়ার উদ্যোগে আগামী মাসে রাশিয়ার সোচিতে সম্মেলনের আগে এ কথা জানাল বিদ্রোহী দলগুলো। বিদ্রোহীদের অভিযোগ, রাশিয়া জাতিসংঘ সমর্থিত জেনেভা শান্তি প্রক্রিয়াকে উপেক্ষা করছে। একই সঙ্গে দেশটি সিরিয়ায় যুদ্ধাপরাধ করছে বলেও অভিযোগ তাদের। বিদ্রোহী সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতি উদ্ধৃত করে রয়টার্স খবরটি জানিয়েছে। আগামী ২৯-৩০ জানুয়ারি রাশিয়ার ব্লাক সি রিসোর্টে (পর্যটন শহর) অনুষ্ঠিত হওয়ার কথা সোচি সম্মেলন। ওই সম্মেলনে তুরস্ক ও ইরানের সমর্থন নিয়ে সিরিয়া সংক্রান্ত একটি সংলাপের প্রস্তাব দেয় রাশিয়া। সোমবার সিরিয়ার প্রায় ৪০টি বিদ্রোহী সংগঠন এক বিবৃতির মধ্য দিয়ে ওই আলোচনা প্রত্যাখ্যানের ঘোষণা দেয়।  যুদ্ধ চালিয়ে যাব : এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তার দেশ।

সর্বশেষ খবর