জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি চেয়ে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পথ ধরে আরও দশটি দেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বলে দাবি করেছেন ইসরায়েলি উপ-পররাষ্ট্রমন্ত্রী জিপি হোতোভেলি। স্থানীয় এক রেডিও স্টেশনের সঙ্গে আলাপকালে একথা বলেছেন তিনি। তবে ওই দেশের নাম উল্লেখ না করলেও দেশগুলোর শক্তিশালী খ্রিস্ট্রীয় ঐতিহ্য রয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলি উপ-পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস পবিত্র এ শহরটিতে স্থানান্তরের কথা ঘোষণা দেন। কিন্তু ট্রাম্পের এই ঘোষণায় গোটা বিশ্বে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। রাশিয়া টুডে