বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বেনজিরের মৃত্যুবার্ষিকীতে ছুটি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সিন্ধু প্রদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ অনুমোদিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, সিন্ধু সরকারের অধীন সব স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে।

 এক্সপ্রেস নিউজ এক প্রতিবেদনে একথা জানিয়েছে। পাকিস্তান পিপলস পার্টি পিপিপি’র নেতা ও দেশটির দুই দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো। ২০০৭ সালের এই দিনে পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা শেষে সমাবেশস্থল ত্যাগ করার মুহূর্তে আততায়ীর গুলি ও বোমার আঘাতে নিহত হন তিনি। দুবাইয়ে কয়েক বছরের স্ব-আরোপিত নির্বাসন থেকে দেশে ফেরার কয়েক সপ্তাহ পরই প্রাণ দিতে হয় পিপিপির সাবেক এই নেত্রীকে। উল্লেখ্য, ১৯৫৩ সালের ২১ জুন সিন্ধু প্রদেশের করাচিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা জুলফিকার আলী ভুট্টো ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ খবর