বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল প্রধানের হুঁশিয়ারি

কোরীয় উপদ্বীপে যুদ্ধ বাধলে মারা যাবে লাখো মার্কিনি

কোরীয় উপদ্বীপে যুদ্ধ বাধলে  মারা যাবে লাখো মার্কিনি

নিকোলাই পাত্রুশেভ

কোরীয় উপদ্বীপে পূর্ণাঙ্গ মাত্রার কোনো সংঘাত লাগলে তাতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত কয়েক লাখ মার্কিনির মৃত্যু হতে পারে। আর এ সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রধান নিকোলাই পাত্রুশেভ। আর এ মাত্রার প্রাণহানি প্রতিটি দেশের সেনাবাহিনীর দৃষ্টিতেই অগ্রহণযোগ্য বলেও জানিয়েছেন তিনি। কোরীয় উপদ্বীপে বিদ্যমান পরিস্থিতি নিয়ে গতকাল দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথাবার্তা বলেছেন রুশ এই নিরাপত্তা কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় আড়াই লাখ আমেরিকান বসবাস করছেন বলে মনে করা হয়। তাই উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অঞ্চলটিতে তার মিত্র দেশগুলোর মধ্যে সংঘাত বেধে গেলে এর প্রভাব অবশ্যই এসব নাগরিকদের উপর পড়তে পারে। যুক্তরাষ্ট্রের তরফে উত্তর কোরিয়ায় কোনো ধরনের হামলা হলে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত আমেরিকানদের উপর কোনো প্রভাব পড়বে কিনা এমন এক প্রশ্ন করা হয়েছিল নিকোলাইকে। সাংবাদিকদের এমন এক প্রশ্নের  উত্তরে নিকোলাই জানান, উত্তর কোরিয়ায় হামলা হলে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত ওইসংখ্যক আমেরিকানদের মধ্যে বড় ধরনের প্রাণহানি যে ঘটতে পারে এ ব্যাপারে বেশ ভালোই অবগত আছে যুক্তরাষ্ট্র। রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাইয়ের ভাষায়, ‘কোরীয় উপদ্বীপে বড় মাত্রার সংঘাত বেধে গেলে কয়েক লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হবে।’ এর কারণ হিসেবে তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, পিয়ংইয়ংয়ের আর্টিলারি ও রকেট নিক্ষেপ কেন্দ্রগুলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সিউলে প্রায় ১ কোটি মানুষ বসবাস করে বলে ধারণা করা হয়। কোরীয় উপদ্বীপে তার ভাষায় উত্তেজনার ‘দুষ্টু চক্রে’ অবদান রাখার দায় ওয়াশিংটনের কাঁধে বর্তায় জানিয়ে নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই আরও বলেছেন, ‘আজকাল উত্তর কোরিয়ার নেতৃত্ব ও দেশটির সমগ্র জনগণের বিরুদ্ধে আগ্রাসী ও উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে বড় ধরনের নৌ ও বিমান মহড়া চালাচ্ছে দেশটি।’ রাশিয়ার এ নিরাপত্তা কর্মকর্তা পরিষ্কার ভাষায় আরও বলেছেন যে, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু কাজে লাগিয়ে ওয়াশিংটন রাশিয়া ও চীনকে দমিয়ে রাখতে চাচ্ছে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে। উল্লেখ্য উত্তর কোরিয়া গত ২৮ নভেম্বর একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জাপান উপকূলে নিক্ষেপ করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি জাতিসংঘ দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর