বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
সিইবিআরের প্রতিবেদন

অর্থনীতিতে ব্রিটেন ও ফ্রান্সকে টপকাবে ভারত

ইউরোপের দুই শক্তিশালী অর্থনীতির দেশ ব্রিটেন ও ফ্রান্স। আসছে বছরেই এই দুই দেশকে অর্থনীতিকে পেছনে ফেলবে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ ভারত। ২০১৮ সালেই অর্থনীতির শক্তি-সামর্থ্যের নিরিখে বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ হয়ে উঠবে ভারত। এই পূর্বাভাস দিয়েছে ‘সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ’ (সিইবিআর)। লন্ডনের এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির গতি-প্রগতির ওপর নজর রাখে। আসছে বছর চীনও পিছিয়ে থাকবে না। আমেরিকাকে টপকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে। তবে আরও ১৪ বছর পর, ২০৩২-এ। তবে এই সমীক্ষা রাশিয়ার জন্য ভালো কোনো খবর দিতে পারেনি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে উত্তরোত্তর পড়ছে, তাতে ১৪ বছর পর, ২০৩২-এ রাশিয়ার অর্থনীতি পিছুতে পিছুতে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর তালিকায় চলে যাবে ১৭ নম্বরে। সিইবিআরের তরফে এও জানানো হয়েছে, শুধু ভারতই নয়, আগামী ১৫ বছরে দ্রুত এগিয়ে যাবে গোটা এশিয়ার অর্থনীতি। তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি দেশের অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সিইবিআরের ডেপুটি চেয়ারম্যান ডগলাস ম্যাকউইলিয়ামস বলেছেন, ‘সাময়িকভাবে পিছু হটলেও, ফ্রান্স ও ব্রিটেনের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়েই চলেছে ভারতের অর্থনীতি। শুধু তাই নয়, যে গতিতে এগিয়ে চলেছে, তাতে ২০১৮ সালে ভারতের অর্থনীতি ছাপিয়ে যাবে ব্রিটেন ও ফ্রান্সের অর্থনীতিকে।’

সর্বশেষ খবর