শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

কায়রোয় গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

কায়রোয় গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

মিসরের রাজধানী কায়রোয় কপটিক খ্রিস্টানদের একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর তিন সদস্যও রয়েছেন। তবে সিএনএনের খবরে নিহতদের মধ্যে আটজন খ্রিস্টান ও একজন মুসলিম নিরাপত্তারক্ষী রয়েছে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক বন্দুকধারীর মধ্যে একজন গির্জার ভিতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় গির্জায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। হামলাকারী আরও একজন ছিল বলে জানা গেছে। কায়রোর দক্ষিণে হেলোয়ানে অবস্থিত মার মিনা গির্জায় গতকাল এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। খ্রিস্টীয় নববর্ষ উদযাপন এবং কপটিক খ্রিস্টানদের বড়দিন (যা ৭ জানুয়ারি পালিত হয়) সামনে রেখে কায়রোসহ মিসরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মাঝেই গির্জায় হামলার এ ঘটনা ঘটল। কায়রোতে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, টহলে থাকা পুলিশের সদস্যরা গির্জার প্রাঙ্গণে দুই ব্যক্তির সন্দেহজনক চলাফেরা আঁচ করতে পেরে তাদের দিকে এগিয়ে যান। আর তখনই বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আর তখনই হতাহতের ওই ঘটনা ঘটে। বিবিসির প্রতিনিধি আরও জানিয়েছেন, নিহত বন্দুকধারীর শরীরের সঙ্গে বাঁধা একটি বিস্ফোরকভর্তি বেল্টও ছিল। বিবিসি, সিএনএন।

 

সর্বশেষ খবর