বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পিয়ংইয়ংয়ের আলোচনার প্রস্তাবে সায় সিউলের

পিয়ংইয়ংয়ের আলোচনার প্রস্তাবে সায় সিউলের

দক্ষিণ কোরিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণের বিষয়ে  উত্তর কোরিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। ফেব্রুয়ারিতে পিয়ংচ্যাংয়ে হতে যাওয়া অলিম্পিকে উত্তর কোরিয়া দল পাঠানোর চিন্তা করছে, কিম জং উনের এমন মন্তব্যের পরই সিউল এ পদক্ষেপ নিল বলে জানিয়েছে বিবিসি। খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দেওয়া টেলিভশন ভাষণে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম বলেছিলেন, (উত্তর কোরিয়ার অংশগ্রহণ) নিয়ে উভয়পক্ষেরই দ্রুত আলোচনায় বসা উচিত। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিমের ওই প্রস্তাবকে দুই  দেশের ‘সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সুযোগ’ হিসেবে দেখার কথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। গতকাল দক্ষিণের পুনরেকত্রীকরণ মন্ত্রী ছো মিয়ং গিয়ুন ‘যুদ্ধবিরতি গ্রাম’ খ্যাত পানজামুনে ৯ জানুয়ারি দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় বসার প্রস্তাব দেন। পানজামুন গ্রামটি দুই দেশের সুরক্ষিত সীমানার অ-সামরিক এলাকার মধ্যে পড়েছে; দুই দেশের মধ্যে অনেক আলোচনাই এখানে হয়েছে। ‘এখানে মুখোমুখি বসে দুই দেশের প্রতিনিধিরা পিয়ংচ্যাংয়ে উত্তর কোরীয় দলের অংশগ্রহণসহ সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও কথা বলবে বলে আমাদের আশা’ বলেন ছো। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর