শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শান্তির খোঁজে অবশেষে আলোচনায় বসছে দুই কোরিয়া

শান্তির খোঁজে অবশেষে আলোচনায় বসছে দুই কোরিয়া

গত দুই বছর ধরে দুই দেশের মধ্যে যুদ্ধাংদেহী মনোভাবে দেখা গেছে। বিশেষ করে উত্তর কোরিয়া আন্তর্জাতিক বাধা, ভয় উপেক্ষা করে চালিয়ে গেছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। অবশেষে সেই উত্তেজনার উপসম ঘটতে যাচ্ছে। আগামী মঙ্গলবার দুই কোরিয়া আলোচনায় বসতে রাজি হয়েছে। এটাকে শান্তির বারতা বলছে বিশ্লেষকরা।

আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাঙে শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে। উত্তর কোরিয়াও এই অলিম্পিকে অংশ নেবে। এরমধ্যে দিন কয়েক আগে প্রতিদ্বন্দ্বী দেশে অলিম্পিকে তার দেশের প্রতিযোগীদের অংশগ্রহণ নিয়ে নরম সুরই শোনা গিয়েছিল কিমের গলায়। পাশাপাশি, এটাও ইঙ্গিত দিয়েছিলেন, এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারেন তারা। এরমধ্যে আলোচনায় বসার জন্য পিয়ংইয়ঙে শান্তি প্রস্তাব পাঠিয়েছিল সিউল। অবশেষে সেই প্রস্তাবে রাজি জানিয়ে দিল পিয়ংইয়ং। আগামী মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পানমুনজোম গ্রামে পিস হাউসে দুদেশের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় আশা প্রকাশ করে জানিয়েছেন, উত্তর কোরিয়ার আলোচনায় রাজি হওয়া এবং অলিম্পিকে অংশ নেওয়া দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতির একটা লক্ষণ। বিবদমান দুই প্রতিবেশীর মধ্যে শেষ বার কথা হয়েছিল বছর দুয়েক আগে। শেষবার কায়েসং শিল্প এলাকায় দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর দক্ষিণের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, আগামী মাসে সে দেশে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই কোরিয়ার কর্মকর্তারা বৈঠকে এ বিষয়ে আলোচনা করবেন। তবে বৈঠকে দুই কোরিয়ার পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করবেন তা এখনো ঠিক হয়নি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন বছর উপলক্ষে দেওয়া বক্তব্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে খোলাখুলি আলোচনা এবং দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা কমিয়ে আনার কথা বলেছিলেন। তবে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত থাকার কোনো ইঙ্গিত দেননি তিনি। তিনি বলেছিলেন, ‘উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রাখবে এবং কোনো ধরনের হুমকি দেখলে সেই অস্ত্র প্রয়োগ করতে পিছপা হবে না।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন মুন জায়-ইন বৃহস্পতিবার ঘোষণা দেন, শীতকালীন অলিম্পিক উপলক্ষে তাদের বার্ষিক সামরিক মহড়া স্থগিত থাকবে। এদিকে, দুই কোরিয়ার মধ্যে এ আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দুই কোরিয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। এএফপি, বিবিসি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর