শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা

পাকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্ক তলানিতে

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের পারদ নিচে নামতে শুরু করে। আর এ সম্পর্ক এখন একেবারে তলানিতে এসে পৌঁছেছে। পাকিস্তানে দীর্ঘ দিন ধরে যে সন্ত্রাস বিরোধী অভিযান চলছে তাতে প্রধান সহায়কভূমিকা রাখছিল যুক্তরাষ্ট্র। এবার সেই সহযোগিতাসহ দেশটিতে মার্কিন নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দুই দেশের কয়েকদিনের বাক বিতণ্ডার পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সহায়তা বন্ধের বিষয় নিশ্চিত করা হয়। মূলত ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি টাকা নিয়ে ধোঁকাবাজির অভিযোগ আনার কয়েকদিনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা এলো।

মার্কিন স্টেট ডিপার্মেন্ট পাকিস্তানে তৎপর জঙ্গি গোষ্ঠী আফগান তালেবান এবং হাক্কানি মিশনের তৎপরতা বন্ধে দেশটির ব্যর্থতার ফলেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, জঙ্গি গ্রুপ হাক্কানি নেটওয়ার্ক এবং আফগান তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানের ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট বলেন, আফগান তালেবান গোষ্ঠী ও হাক্কানি গ্রুপ এ অঞ্চলটিকে অস্থিতিশীল করছে এবং মার্কিন নাগরিকদের টার্গেট করে আসছে। এ জন্যেই পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা বন্ধ রাখা হবে। মার্কিন এমন সিদ্ধান্তে মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি বড় আঘাত। তবে এ পদক্ষেপের প্রশংসা করেছে প্রতিবেশী আফগানিস্তান এবং ভারত। এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানকে ‘ধর্মীয় স্বাধীনতার মারাত্মক লংঘনকারী’ দেশের তালিকায়ও অন্তর্ভুক্ত করেছে। আমেরিকার টাকার লোভে যুদ্ধ শুরু করেনি পাকিস্তান: পাকিস্তান বলেছে, দেশটি আমেরিকার টাকার লোভে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করেনি এবং ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে দ্বিপক্ষীয় সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে ইসলামাবাদ। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি বৃহস্পতিবার এ মন্তব্য করেন।

সর্বশেষ খবর