শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
জরিপের ফল

মেরকেলের সেরা সময় শেষ!

মেরকেলের সেরা সময় শেষ!

গত বছরের ২৪ সেপ্টেম্বর জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এখনো সরকার গঠন সম্ভব হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে আর কোনো সময় সরকার গঠনে এতদিন অপেক্ষা করতে হয়নি। এর মধ্যে দেশটির চ্যান্সেলর হিসেবে অ্যাঙ্গেলা মেরকেলের জনপ্রিয়তা নিয়ে দেশটির সরকারি গণমাধ্যম এআরডি ও দৈনিক পত্রিকা ‘ডি ভেল্ট’ এর এক জরিপ চালিয়েছে। জরিপে প্রতি তিনজন জার্মান নাগরিকের মধ্যে দুজনই মনে করছেন, নেতা হিসেবে অ্যাঙ্গেলা মেরকেল তার সেরা দিনগুলো পার করে এসেছেন। তবে এখনো তাকে ‘একজন ভালো চ্যান্সেলর’ বলে মনে করেন তারা। বৃহস্পতিবার প্রকাশিত জরিপের ফলাফলে বলা হয়, ৬৭ শতাংশ জার্মান মনে করেন, এক সময় মেরকেল যে মাপের ছিলেন, এখন তিনি আর সেরকম নেই। তবে তারা এখনো মনে করেন, ‘মেরকেল একজন ভালো চ্যান্সেলর।’ জরিপে বড় একটি সমস্যার কথাও উঠে এসেছে। সেটি হচ্ছে, মেরকেলের খ্রিস্টীয় গণতন্ত্রী দল বা সিডিইউতে এখনো মেরকেলের বিকল্প গড়ে উঠেনি। তিন-চতুর্থাংশ জার্মান মনে করছেন, সিডিইউতে একজন ‘নতুন নেতা’ দরকার। সেপ্টেম্বরের নির্বাচনে মেরকেলের দল সিডিইউ ও বাভারিয়া রাজ্যে তাদের সঙ্গী দল সিএসইউ ৩২ দশমিক ৯ শতাংশ ভোট পায়। ডয়েচে ভেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর