শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সরকারবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদিকে দায়ী করল ইরান

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী সহিংস বিক্ষোভের জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, ইসরায়েল ও সৌদি আরবকে দায়ী করেছেন দেশটির সরকারি কৌঁসুলি মোহাম্মদ জাফর মন্তাজেরি। মাইকেল আন্দ্রেয়া নামে সিআইএ’র সাবেক এক এজেন্ট এ বিক্ষোভের ‘প্রধান রক্ষক’ ছিলেন বলে দাবি করেছেন তিনি। ইরানিদের মাঝে বিভক্তি উসকে দেওয়ার জন্য একটি বিশেষ গোষ্ঠী তৈরি করে সেটিকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কৌঁসুলি মন্তাজেরি। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা ( ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি) রাষ্ট্রীয় কৌঁসুলির বরাতে এ খবর দিয়েছে। এদিকে দেশটির অন্যতম বিখ্যাত আলেম আয়াতুল্লাহ খাতামি মন্তব্য করেছেন, ইরানে বর্তমান অরাজকতা সৃষ্টির পিছনে পুরো হাত রয়েছে যুক্তরাষ্ট্রের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে ২৮ ডিসেম্বর সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা রাজধানী তেহরানসহ দেশটির অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। এক সপ্তাহের এ বিক্ষোভে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর হাতে আটক হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।  ইরনার খবরে বলা হয়, রাষ্ট্রীয় কৌঁসুলি মন্তাজেরি সরকারবিরোধী ওই বিক্ষোভের জন্য ইসরায়েল এবং সৌদি আরবের দিকেও আঙ্গুল তুলেছেন। কৌঁসুলির বরাতে খবরে আরও বলা হয়, ‘কনসিকোয়েন্টাল কনভারজেন্স ডকট্রিন’ নামে ইরান সরকার উত্খাতের একটি ষড়যন্ত্র করেছিলেন। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর