শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইরানের বিরুদ্ধে আবারও মার্কিন নিষেধাজ্ঞা

ইরানে চলমান আন্দোলন, বিক্ষোভের সময় নতুন করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। নতুন এই নিষেধাজ্ঞা ইরানের পাঁচটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আনা হয়েছে। মার্কিন সরকার বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করার কথিত অভিযোগে ওই পাঁচ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব কোম্পানিকে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেওয়া হয়েছে। এসব কোম্পানি ইরানের বৃহত্ শিল্পগোষ্ঠী ‘শাহিদ বাকেরি’র শাখা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ ইরানি কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তারা সম্প্রতি বলেছিলেন, ইরানের চলমান আন্দোলনে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে অচিরেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। দ্য ওয়াশিংটন এক্সামিনার।

সর্বশেষ খবর