শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অ ন্য খ ব র

নায়াগ্রা এখন বরফরাশি

নায়াগ্রা এখন বরফরাশি

তিন বছর পর গত মাস থেকে জমে বরফ হয়ে গেছে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা। কিন্তু নায়াগ্রার এ চরিত্র বদল কিন্তু পর্যটকের আকর্ষণ একটু কমায়নি। বরং শত শত মিটার উঁচু থেকে পানি পরার বদলে তা বরফে পরিণত হওয়া অবলোকন করতেই হাজির হচ্ছেন অনেক।

তবে পুরো নায়াগ্রা জলপ্রপাত বন্ধ হয়ে গেছে- বিষয়টি স্বীকার করতে রাজি নন নায়াগ্রা পার্কস কমিশনের চেয়ারম্যান জেনিস থম্পসন। তিনি বলেছেন, ওপরের অংশ বরফে জমে গেছে। কিন্তু বরফের নিচের অংশ এখনো পানির প্রবাহ বিদ্যমান। কিন্তু হঠাত্ করে তাকালে সেটি দৃশ্যমান হয় না। আপনি সেখানে দাঁড়ালেই পানির গর্জন শুনতে পারবেন। আপনি পানির স্রোতে বরফ ভাঙার শব্দও শুনবেন। সেখানে দাঁড়িয়ে এটা শুনতে বেশ লাগে। শেষ পর্যন্ত পানির শক্তিই জয়লাভ করবে এটা উপলব্ধির পর প্রকৃতির সৌন্দর্যে আপনি আরও বেশি বিমোহিত হবেন। যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত এলাকায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত গোটা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান। দেশ দুটিতে গত কয়েক মাস ধরে চলছে শীতের দাপট। নদী ও বিভিন্ন জলাশয়ের পানি জমে বরফ হয়ে যাচ্ছে। সিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর