রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আরও ১১ সৌদি প্রিন্স আটক

সৌদি সরকার দেশটির রাজ পরিবারের আরও ১১ সদস্যকে (প্রিন্স) আটক করেছে। রাজ পরিবারের সদস্যদের প্রদেয় সরকারি সুবিধা বাতিলের প্রতিবাদে আটকরা রাজধানী রিয়াদের একটি রাজপ্রাসাদে জড়ো হয়ে প্রতিবাদ করছিলেন। আর তখনই তাদের আটক করা হয়। সৌদি একটি নিউজ পোর্টালে গতকাল প্রকাশিত খবরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার প্রবণতার সঙ্গে মানিয়ে চলা এবং অর্থনীতি শক্তিশালী করতে সৌদি আরব সরকার বেশকিছু সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে— সরকারি প্রতিষ্ঠানে ভর্তুকি হ্রাস, মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাদি বাতিল। রাজ পরিবারের সদস্যদের প্রদেয় পানি ও বিদ্যুত্ বিল প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সুবিধা স্থগিতের কথা জানিয়ে সরকার সম্প্রতি একটি ডিক্রিও জারি করেছে। স্থানীয় অনলাইন সাইট ‘সাবকডটঅর্গের প্রতিবেদনে বলা হয়, এ ডিক্রি বাতিলের দাবিতেই রিয়াদের ঐতিহাসিক ‘কাসর-এ-হোকম’-এ জড়ো হয়েছিলেন আটক হওয়া ওই ১১ রাজপুত্র। তবে আটক রাজপুত্রদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ওয়েবসাইটটি। রয়টার্স অবশ্য তাত্ক্ষণিকভাবে প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। উল্লেখ্য, সৌদি সরকার গত বছরের নভেম্বরে দুর্নীতিবিরোধী কথিত অভিযানের নামে রাজপুত্র, মন্ত্রী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ প্রায় ২০০ ব্যক্তিকে আটক করে। এদের মধ্যে দুই ডজনের বেশিকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর