রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
টিলারসন

ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সাফাই টিলারসনের

ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সাফাই টিলারসনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর লেখা এক বই নিয়ে বিশ্বে তোলপাড় বইছে। ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউসের লেখক সাংবাদিক মাইকেল ওলফ ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে তার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সন্দেহ আছে বলে দাবি করেছেন। লেখক বইটিতে লিখেছেন হোয়াইট হাউসের কর্মকর্তা কর্মচারীদের ট্রাম্পকে সব সময় ছোট মানুষের মতো খুশি রাখতে হয়। কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি বলেছেন, ট্রাম্পের মানসিক সুস্থতার বিষয়ে তার মনে কখনোই প্রশ্ন জাগেনি। প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে কখনোই সন্দিহান ছিলেন না বলেও জানান তিনি। উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে প্রেসিডেন্টের সঙ্গে টিলারসনের দূরত্ব এবং তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে গত বছর মার্কিন গণমাধ্যমে ছিল নানান আলোচনা। এদিকে বইটির প্রকাশ ঠেকাতে ট্রাম্প প্রশাসনের চেষ্টার কথাও জানিয়েছিল মার্কিন গণমাধ্যম, যে কারণে শুক্রবার থেকে এর আগাম বিক্রিও শুরু হয়েছে। বিবিসি।

 

 

সর্বশেষ খবর