রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
পশুখাদ্য কেলেঙ্কারি

লালুর সাড়ে তিন বছরের জেল

কলকাতা প্রতিনিধি

লালুর সাড়ে তিন বছরের জেল

পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবকে (৬৯) সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের আদালত। গতকাল রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত লালুকে এ সাজার রায় দেয়। সেই সঙ্গে ভারতের এই সিনিয়র রাজনীতিবিদকে পাঁচ লাখ রুপি জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাবাস করতে হবে বলেও এ দিন আদালত রায় দেয়। গত ২৩ ডিসেম্বর এ মামলায় ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় লালুকে। তারপর থেকেই রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা ঘোষণা করে আদালত। কারাগারে বসেই সেই সাজা শোনেন লালু। নিম্ন আদালতের এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে লালুর আইনজীবী প্রভাত কুমার রাঁচি হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। লালু ছাড়াও এ মামলায় আরও ১৫ জনকে সাজা দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর