রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আমি মানসিকভাবে অতি সুস্থির এক প্রতিভা : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘মানসিকভাবে অতি সুস্থির এক প্রতিভা’ দাবি করেছেন। নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কড়া সমালোচনা করে গতকাল সকালে করা বেশ কয়েকটি টুইটে এ মন্তব্য করেন তিনি। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিজের নির্বাচনী শিবির ও রাশিয়ার মধ্যকার কথিত আঁতাতের বিষয়টি তদন্তে ব্যর্থ হয়েই ডেমোক্রেট ও তাদের পোষা কুকুরেরা এবং মূলধারার ভুয়া গণমাধ্যম এখন তার মানসিক সুস্থতা ও বুদ্ধিমত্তা নিয়ে চিত্কার-চেঁচামেচি করছে দাবি করে ওই মন্তব্য করেন ট্রাম্প। সাংবাদিক মাইকেল ওলফ ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ে দাবি করেছেন যে, ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিক সুস্থতা ট্রাম্পের নেই বলে ‘বোমা ফাটানোর’ মতো দাবিও করেছেন তিনি। বইয়ে তিনি আরও বলেছেন, ট্রাম্পের কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা তাকে (ট্রাম্প) শিশুদের মতো খুশি রাখতে হয়। আর তাতেই ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বইটি ‘মিথ্যায় ভরা’ দাবি করে হোয়াইট হাউস এটি প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য লেখক ও প্রকাশককে ইতিমধ্যে এক প্রকার হুমকি দিয়ে রেখেছে। মানসিক স্থিতিশীলতা ও প্রকৃত অর্থেই চতুরতাকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ দাবি করে ট্রাম্প এক টুইটে লিখেন, ‘অসত্ হিলারি ক্লিনটনও আমার বিরুদ্ধে এসব ইস্যু ব্যবহারের চেষ্টা করেছেন এবং প্রত্যেকে জানেন যে, তিনি ব্যর্থ হয়েছেন। আর আমি সবচেয়ে সফল ব্যবসায়ী থেকে শুরু করে শীর্ষ টিভি ব্যক্তিত্ব এবং প্রথম চেষ্টাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছি। আমি মনে করি এসব আমাকে চতুর নয়, বরং এক প্রতিভা হিসেবে... প্রকৃতপক্ষে অতি সুস্থির প্রতিভা হিসেবে যোগ্য করে তুলবে।’ হোয়াইট হাউসের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাত্কারের ভিত্তিতে সাংবাদিক মাইকেল ওলফ ওই বইটি লিখেছেন। বইটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। সিএনএন।

সর্বশেষ খবর