মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

লালু এখন মালী

কলকাতা প্রতিনিধি

লালু এখন মালী

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এখন কারাগারে। তবে সেখানে তিনি বসে সময় কাটাতে পারছেন না। তাকে বাগান পরিচর্যার কাজ দেওয়া হয়েছে। এ জন্য তিনি প্রতিদিন পাবেন ৯৩ রুপি। বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব এখন ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচির বিরসা মুন্ডা কারাগারে বন্দী। গত শনিবার রাঁচির বিশেষ সিবিআই আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তার পাঁচ লাখ রুপি জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সর্বমোট ৮৯ কোটি রুপির পশুখাদ্য কেনার দুর্নীতি নিয়ে বিহারের সিবিআই আদালতে বেশ কয়েকটি মামলা হয়। এ সংক্রান্ত একটি মামলায় লালু সুপ্রিম কোর্ট থেকে জামিনে আছেন। দ্বিতীয় মামলায় দোষী সাব্যস্ত হন। তবে এই রায়কে ষড়যন্ত্র আখ্যায়িত করে এর বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে তার দলের পক্ষ থেকে বলা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর