শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে ভূমিধসে নিহত ১৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবারের ভূমিধসে নিহতের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ আছেন আরও অন্তত ১৭ জন। এ ছাড়া এ ঘটনায় আরও কমপক্ষে ২৮ জন আহত হন। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে সান্তা বারবারা কাউন্টিতে ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভূমিধসের ঘটনা ঘটে। বিবিসি।

 

লালকেল্লার হামলাকারী আটক

লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার বিলাল আহমেদ কাওয়াকে (৩৭) আটক করেছে ভারতের পুলিশ। বুধবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দর থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। সূত্রমতে, বিলাল ২০০০ সালের ২২ ডিসেম্বর লাল কেল্লায় জঙ্গি হামলার ঘটনায় জড়িত ছিল। কলকাতা প্রতিনিধি।

 

গণভোটের পক্ষে ফারাজ

ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের (বেক্সিট) কট্টর বেক্সিটসমর্থক নাইজেল ফারাজ। কিন্তু এই বিচ্ছেদ নিয়ে যুক্তরাজ্যে এখনো আলোচনা চলছে। এ অবস্থায় দ্বিতীয় গণভোটের ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন নাইজেল ফারাজ। ‘চ্যানেল-৫’র সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ‘ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির’ সাবেক এই নেতা। সিএনএন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর